Wednesday, September 30, 2020

শুভ বিজয়া - ২০২০

 


দর্পনে মুখ দেখতে পেয়ে , কাঙাল হৃদয় উঠলো বলে, সময় হলো মাগো এবার , এবার তুমি যাবে চলে।

ঘট নড়লো , নড়লো বেদী , মিষ্টিমুখে বিদায় বলে ,
সিঁদুরখেলায় রাঙিয়ে সিঁথি , এবার তুমি যাবে চলে।
এবার এলে মড়ক মাঝে , দোলায় চেপে , হেলে দুলে ,
মুখোশ পরে , ঝাপসা চোখে , তবুও দিলাম দুয়ার খুলে।
বন্ধ ঘরে , দরজা দিয়ে , ডুকরে কাঁদা বছরটাকে ,
পাঁচটি দিনের ঢাকের রবে কখন গেলাম পুরোই ভুলে।
বোধন থেকে সকাল হতে মণ্ডপে দিন কাটলো রোজ
সকাল বিকাল রাত্রিবেলা, নিত্য জমিয়ে মহাভোজ।
মুখোশ পরেই হাসি ঠাট্টা , জমিয়ে আড্ডা চারবেলা ,
ছাড়া পাওয়া সব, কচিকাঁচাদের দাপিয়ে বেড়ানো রোজ খেলা।
আর কিছু ক্ষণ পেরিয়ে যেতে বন্ধ হবে ঝাড়বাতি ,
আবার এসে ধরবে চেপে অন্ধকারের কাল রাতি।
মৃত্যুভরা আপনজনের বিদায় বিয়োগ চোখের জলে,
আজকে তোমার ভাসান হবে , নৌকা বয়ে যাবেই চলে।
থাকব পড়ে নরক মাঝে আর্তনাদের কোলাহলে ,
রক্তমাখা বাপের বাড়ি , ছেড়েই তুমি যাবে চলে।
বুকের ওপর চাপা পাথর আবার নিয়ে বুকের পরে ,
ভয়ার্ত হাত আগল দেবে , একলা চাপা নিজের ঘরে।
রুদ্ধশ্বাস বদ্ধ করে অপেক্ষাতে আরেক বছর ,
হবেই দেখা আবার মোদের এড়িয়ে মহাকালের আঁচড়।
মৃত্যুঞ্জয় মন্ত্র সহিত কথা দাও মাগো এবার তবে ,
সকল বাধা বন্ধ পেরিয়ে আসছে বছর আবার হবে।
শুভ বিজয়া - ৩১ অক্টবর ২০২০