Friday, January 24, 2020

আমার প্যারালাল মিডিয়া পাঠ





আমার প্যারালাল মিডিয়া পাঠ
 
-----------------------------------------
#দেয়ালা
 
#অর্ক_ভট্টাচার্য
-----------------------------------------
pic courtsey: Dailyhunt

প্রশ্নটা উড়ে এসেছিলো , "আচ্ছা তর্ক হোক যে সত্যি কেন তুই এই গভর্নমেন্টকে পছন্দ করিস না। কারণ গুলো বল। " আমি বলতে শুরু করেছিলাম কিন্তু যেহেতু তর্কের শেষ নেই, তাই হঠাৎ করেই পরিস্থিতি গরম হয়ে গেলো। আমিও ভাবলাম তর্ক করছি কেন ? আমার একটা মতামত তৈরী হয়েছে , তার তো কিছু কারণ আছে। তাদের মতামত তৈরী হয়েছে তারও কিছু অবশ্য কারণ আছে। এই পৃথিবীতে তো কোনো কিছুই ঠিক নয়। সবই পার্সপেক্টিভ এর খেলা। আমি এই ধরণের তর্কাতর্কি ২০১৪ এর ভোটের এক বছর পর থেকেই ছেড়ে দিয়েছি। ঠিক যেরকম সরকার কোনো প্রশ্নের উত্তর দেয়না। আমিও আমার মতবাদ শুধু প্রচার করি। তাও শুধু কথা বলে না, লিখে। যাতে সেটা থাকে , এবং পরে তা নিয়ে যাতে আমাকে কেউ বাঁশ দিতে পারে।

ডিমনিটাইজেশনের লাইনে দাঁড়িয়ে , জি এস টির ট্যাক্স গুনে আমার মনে হয়েছিল এটা গণতন্ত্র নয়। সেই সময় হীরক রাজার দেশ থেকে আমি চলে আসি আরেক তুঘলকের দেশে। কিছু পড়াশোনা থাকার জন্য আমার তখনিই মনে হয়েছিল মিডিয়াকে এরা ধীরে ধীরে গ্রাস করবে। কারণ যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট ঠিক তাই করে। এবং সমান প্যাটার্ন দেখা যাচ্ছে এই গভর্নমেন্ট এর মধ্যেও। প্রোপাগান্ডা চালানোর জন্য মিডিয়ার অবদান সাংঘাতিক। ইন্দিরা গান্ধী সেটাই গলা টিপে মারতে চেয়েছিলো বলে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছিলো। কিন্তু এই সরকার অনেক বুদ্ধি ধরে। এবং অসাধারণ ক্ষমতায় এরা মিডিয়া বা গণতন্ত্রের চতুর্থ পিলার কে নিজের পোষা কুত্তা বানায়।

যেহেতু আমরা ইন্টারনেট এর যুগের মানুষ , তাই মিডিয়া এখন জনগণ। সংগঠনের কণ্ঠরুদ্ধ সম্ভব কিন্ত জনগণের নয়। তাই বেশ কিছু সাংবাদিক মেরে ফেলার পরও বেশ কিছু সাংবাদিক নিজের প্রাণের ভয় ছেড়ে মেনস্ট্রিম মিডিয়া থেকে সরে , এক প্যারালাল মিডিয়া তৈরী করেছে। আমি তাদের ফলো করি। এখন প্রশ্ন হলো এরা কারা। এদের খোঁজ কি করে পাবো। এইটা হলো সবথেকে বড় সমস্যা। অধিকাংশ মানুষ খবরের কাগজ বা নিউজ চ্যানেলের ওপর ভরসা করে তার কারণ সহজ লভ্যতা। আর ইন্টারনেট এর যুগে ফেসবুক টুইটারের বানানো ট্রেন্ডিং মানুষের কাছে হাইলাইটস পাঠানোর জন্য যথেষ্ট।

তাই সত্যের সন্ধানে একটু কষ্ট করতে হবে। সত্যের সন্ধানে বিশ্বাসের থেকে অবিশ্বাস বা সন্দেহ প্রথম প্রয়োজন। কোনো একটা খবর পরেই , ধুম করে শেয়ার করার আগে কিছুটা যাচাই করে দেখুন , যা শেয়ার করছেন তা সত্যি কি না ? ফেক ন্যাশনালিজম মস্তিষ্ক প্রক্ষালনের সবথেকে বড় অস্ত্র। জনগণ মন শুনে কাঁদতেই পারেন। সেটাই স্বাভাবিক। কিন্তু জনগণমন হঠাৎ করে বেস্ট ন্যাশনাল এনথিম কেন হবে একবার ভাবুন। বাংলা ইউ কের জাতীয় ভাষা হিসেবে কেন স্বীকৃতি পাবে সেই কেনর প্রশ্ন করুন। তাহলেই শেয়ার বাটন থেকে হাত সরে যাবে।

এনালিটিক্স জগতে দীর্ঘকালীন কাজ করার জন্য এটুকু বুঝেছি আমাদের কাজ হলো মানুষের গ্রিড ( লোভ ) আর ফায়ার ( ভয় ) কে কাজে লাগিয়ে জিনিসকে বেচা। আর ইন্টারনেট তাই করে। সরকার এখন ঠিক তাই করছে। তাই সাবধান। আমার কথা শুনতে হবে না। একবার কোনো একটা খবর সার্চ মেরে দেখুন ইন্টারনেট এ তার পর যে ওয়েবসাইটেই ঢুকবেন দেখতে পাবেন তার ছোঁয়া।

একটু কষ্ট করতে হবে , এই মায়াজাল থেকে বেরোতে। আবেগে তালা দিন আর খুঁজতে থাকুন। ইন্টারনেট যেমন ভুল দেখায় , তেমন ঠিকও দেখায়। তাই ইন্টারনেট এর ওপর ভরসা হারানো পাপ। কিন্তু সার্চ মারতে শিখুন। মনে রাখবেন বিশ্ববন্দিত অর্গানিজশন তাদের ওয়েবসাইটে ভুল ভাল লিখবে না। তার কারণ সেই ওয়েবসাইটের প্রত্যেক লেখা পাশ করতে হয় প্রচুর অডিটের। তাই যেই একটা মিম দেখবেন , গুগুলে সার্চ মেরে দেখবেন তার সত্যতা কি। গুগুল সার্চ এর নিয়ম অনুসারে প্রথম কয়েক পেজ স্পন্সরড থাকে। চোখ বন্ধ করে তিন নম্বর পেজ থেকে শুরু করবেন। যদি কোনো সংগঠনের বিরুদ্ধে কিছু পান তাহলে সোজা চলে যাবেন তাদের ওয়েবসাইটে। কন্টাক্ট আস এ গিয়ে প্রশ্ন করে দেখবেন। উত্তর পাবেন।

এসব না খাটতে হলে , ভুল ভাবুন এবং ফ্যাসিস্ট গভর্নমেন্ট এর রেক্টামে ড্রপস অফ অয়েল দিন।

যাইহোক , যেটা দিয়ে শুরু করেছিলাম। আমি যেহেতু দেশের বাইরে থাকি , তাই আমার খুব সমস্যা সত্যানুসন্ধান। আমি মেনস্ট্রিম মিডিয়া থেকে তাই আপাতত চোখ তুলে নিয়েছি। ইন্টারনেট থাকার কারণে অন্য কিছু ফলো করার চেষ্টা করি। অনেক খুঁজে খুঁজে এবং অনেককে বাদ দিতে দিতে শেষে কয়েকটাতে ঠেকেছে। এরা সরাসরি গভর্নমেন্ট কে এটাক করে না , বা প্রোপাগান্ডা চালায় না। সমস্যা গুলো নিয়ে কথা বলে এবং যেহেতু এই সরকার প্রশ্নের উত্তর দেয় না , তাই এরা সরকারের দিকে আঙ্গুল তোলে।

এই সমস্ত মাধ্যম আপাতত তৈরী হয়েছে মোদী সরকারের আমলে , তাই এখনো পর্যন্ত এই বিচার করতে পারবো না যে সরকার বদলালে এরা আবার বিপক্ষেই থাকবে কিনা। কারণ কাউকে গালাগালি দিতে অভ্যেস হয়ে গেলে এখন যাদের ভালো বলা হচ্ছে তাদের গালাগাল দেওয়া বেশ কঠিন। কিন্তু আপাতত এদের কথা যুক্তিসম্মত বলে আমার মনে হয়েছে। এর একটা লিস্ট দিলাম। অনেকেই জানেন না এদের কথা। তাই শুধু এক দুটো ভিডিও দেখে বা নিউজ পরে নাক শিঁটকে বেরিয়ে আসবেন না। মেন স্ট্রিম মিডিয়ায় যেমন গোবর আছে এদেরও আছে। কিন্তু কম।

খবরের ওয়েবসাইট
https://scroll.in/
https://thewire.in/
https://www.factchecker.in/

youtube channel
https://www.youtube.com/user/dhruvrathee
https://www.youtube.com/user/akashban
https://www.youtube.com/channel/UCfM1o8q1hiCgkBpjmLCmJ9g
https://www.youtube.com/channel/UCJhMalwD5mJ9W0SteW_DXcg

Particular show in a channel ( youtube )
 
HW Network Vinod dua show ---
https://www.youtube.com/channel/UCGbasSKN8Nbxv1IWAAq3kUA

NDTV channel - Prime time with Ravish --
https://www.youtube.com/channel/UCZFMm1mMw0F81Z37aaEzTUA

উপরোক্ত লিংক গুলো বাদ দিয়ে যদি মেনস্ট্রিম মিডিয়াতে দেখি তাহলে এখনো কিছু কিছু কাগজ এখনো কিছুটা হলেও টিকে আছে, যার মধ্যে একজন ইকোনোমিক টাইমস।
  যদিও চায়ের সঙ্গে খেতে ভালো লাগে না।  বড্ডো ভারী ব্যাপার।  তবু অনেক খবর আমি দেখেছি টাইমস অফ ইন্ডিয়ার পরিবেশিত খবরের থেকে আলাদা ভাবে পরিবেশিত।  যেহেতু উচ্চমেধার খবরের কাগজ তাই প্রচন্ড সূক্ষতায় এরা কিছু সত্যি পরিবেশনা করে যা আমাদের অশিক্ষিত রাজনৈতিক ট্রোলারদের মাথার উপর দিয়ে যায়।  

আপাতত এইটুকু থাকলো।
  আরো আপডেট করবো যদি কিছু ঠিক নতুন পাই।

Sunday, January 12, 2020

আমি বিপক্ষ

Image result for opposition


আমি বিপক্ষ ,
শাসক যেন শোষণ না করে , দেখাই আমার লক্ষ্য।
আমি থাকি ,
আমি সর্বদা ওই শাসক শক্তি নিজের কবলে রাখি।
আমি সবাক ,
আমি শাসকের ফাক ফোঁকর খুঁজে করে রাখি তারে অবাক।
আমি থাকবো ,
আমি জনগণের বার্তা সদাই শাসক সমুখে রাখবো।
আমি অমর ,
যতকাল রবে গণতন্ত্র আমার থাকবে কঠিন কামড়।
ছিন্ন ভিন্ন পোষাক চিহ্ন বিভোর ভবে নগ্ন।
আমি থাকলে শান্ত , হবেই ক্ষান্ত অগ্রগামীর স্বপ্ন।
দমিয়ে রাখলে, বিস্ফোরণে , একদিন মাটি ফুঁড়ে ,
জ্বালিয়ে দেব , রাজনীতি সব , গড়বো নতুন করে।
ভালো দিনের ইচ্ছাতে , তাই , নিত্য নতুন ভোরে ,
জীবন কাটাই , বাঁধা দিয়ে যাই , বাঁচি নিন্দা করে।
মিষ্ট স্তাবক , মারবে চাবুক , হারলে যাবে ছেড়ে ,
অদ্যশাসক বন্ধুসম আসবে আমার ঘরে।
আমি বলবো ,
তারা শুনলে আগে এগোবে , আমি তাদের সাথেও চলবো।
আমি মুক্ত ,
পদে পদে আমি জানিয়ে যাবো কারা অন্তর্ভুক্ত।
আমার খুবই দরকার ,
আমার বিনা স্বৈরাচারী হবেই যেকোনো সরকার।
আমার সত্যি দরকার। .... এখন আমার সত্যি দরকার। .......