Thursday, January 28, 2021

সে ঘুমালে …..

কখনও কাউকে তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তে দেখো,  দেখবে পৃথিবীটা কত সুন্দর।  তোমার ওপর ভরসা করে সে তোমাকে তার সবথেকে শিথিল অসুরক্ষিত সময় দিয়েছে।  সে জানে তুমিই পারবে তাকে রক্ষা করতে। তাই তার নিঃস্বাস পড়ছে তোমার কাঁধে।  হাত দাও তার মাথায় , টেনে নাও তাকে কাছে , কোন প্রতিরোধ ছাড়াই সে আসবে এগিয়ে।  ঢুকে যাবে তোমার আলিঙ্গনে।  তার চোখ দুটি বন্ধ হওয়ার আগে সে জেনে নিয়েছে তার শান্তির স্থল।  তার বর্তমান থেমে গেছে বেশ কিছু আগে।  তার প্রতিরোধ থেমে গেছে তারও আগে। পাশ ঘেঁষে যখন সে বসেছে ক্লান্ত হয়ে তখনিই সে বুঝিয়ে দিয়েছে তার সমর্পনের কথা।  তার বন্ধ চোখের দিকে তাকাও , মণিটা কি ঘুরছে। একবার এদিক , একবার ওদিক।  তাহলে সে গভীর ঘুমে আচ্ছন্ন।  গভীর শান্তির ঘুম।  আর তুমিও কি শান্তি পাচ্ছ, না বিরক্ত হচ্ছ।  তোমার হাতে অনেক কাজ , অনেক কিছু করার আছে।  ঘুমন্ত এই শরীরটা তোমার অনেক সময় নষ্ট করে দিয়েছে।  এখন সে ঘুমোচ্ছে , এখন সময় তোমার।  শুধু তোমার।  কিন্তু ইচ্ছা করছে কি মাথাটা নামিয়ে রাখতে?  ইচ্ছা করছে কি কোল থেকে সরিয়ে নিতে। করছে না।  কারণ বিশ্বাসে বিশ্বাস বাড়ে , আর সেন্স অফ রেস্পন্সিবিলিটি বাড়তে থাকে।  প্রচন্ড ঝগড়ার শেষেও যদি কেউ এসে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পরে।  তখন সেই ঝগড়া সেখানেই শেষ হয়ে যায়।  কারণ তুমি বঝতে পারো , ঝগড়া করলেও তুমিই তার সবথেকে আপন জন।  সে জানে তুমি ঘুমের মধ্যে গলা টিপে মেরে দেবে না।  ভুল হয় , তাই শেষ হয়ে যায় বহু জীবন।  কিন্তু তুমি তা নও।  কারণ তোমার মাথায় এখন পার্থিব জীবনের ওপর তীব্র বিরক্তি।  জীবনের জটিলতার প্রতি প্রচন্ড ঘেন্না।  দু হাত তুলে একটু শান্তি পাওয়ার ইচ্ছায়  তুমি দিন কাটাচ্ছ।  কিন্তু পারছো না।  এবার একবার কোলের ওপর পরে থাকা মাথার চুলে হাত বোলাও তো।  দেখতো শান্তি খুঁজে পাচ্ছ কি না ? এ শান্তি সেই দায়িত্বের শান্তি , এ এক অদ্ভুত শান্তি।  এ এক জিতে যাওয়ার শান্তি।  অন্যের শান্তি দেখে শান্তি , নীরব নিস্তব্ধ নিখাদ শান্তি।  আর কিছু চাওয়া পাওয়া নেই তোমার জীবনে।  সব যেন পেয়ে গেছো,  সেরকম এক তৃপ্তি লেগে থাকবে তোমার বিলি দেওয়া আঙুলে ….. এই সেই জীবন যা প্রতিনিয়ত ঘেন্না করো হঠাৎ মিলিয়ে যাবে ওই নিশ্চিন্ত নিঃস্বাসের গরম হাওয়ার সাথে …. শুধু একবার কেউ তোমার গায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ুক … দেখবে পৃথিবী কি সুন্দর …

 pic courtesy: pixnio.com

http://blog.deyalaarka.com/2021/01/blog-post.html