Monday, June 24, 2019

ফাদার্স ডে ২০১৯

ফাদার্স ডে ২০১৯
------------------------------------------------------------------
এর বাবার পয়সা প্রচুর , ওর বাবার সিক্স প্যাক ,
তার বাবার জ্ঞান বেশী , কানের কাছে প্যাঁক প্যাঁক।
এর বাবা সম্মানীয় , ওর বাবা কাছের লোক ,
তার বাবা মাতাল বেতাল ,ধোঁয়ার সাথে দেয় ঢোক।
এর বাবা দ্রাঘিমাতে , ওর বাবা পাশবালিশ ,
তার বাবা লম্পট এক , পয়সা দিয়ে নেয় মালিশ।
এর বাবা বিচক্ষণ , ওর বাবার আছে লোকবল ,
তার বাবা ঘরকুনো , সোফায় বসে ফুটবল।
লোকের বাবার নিক্তিতে, বাবাকে মেপেছি রোজ তুলে ,
বাবার থেকেও ভালো বাবা , যদি পাই দুয়ার খুলে।
ছোটবেলার বিরক্তি , আর বড়বেলায় চীৎকার ,
বুঝিয়ে দিয়েছি , "তুমি ফালতু" , আরো ভালো হওয়া দরকার।
পা গলাতে বাবার জুতোয় আজকে সবই পরিষ্কার
সংসারেতে তলিয়ে আমার বুদ্ধির হলো সংস্কার .
আজকে জানি অট্টালিকার মজুর মাখে মাটি ,
ধৈর্য্যে , স্থইর্য্যে , অপেক্ষাতে বৃক্ষ আমের আঁটি।
ছোট্ট প্রাণের বৃদ্ধিতে তাই হারিয়ে গেছে স্বার্থ ,
আমার বাবা কি, আমায় ছেড়ে নিজেকে সময় দিতে পারতো ?
আমিও বড় হচ্ছি আজো , করছি ভুল নিত্য ,
ভুলের মাসুল গুনতে হবে , জানি যে এই সত্য।
ভ্রুকুটিভরা প্রশ্নে রবে অবদানের বিশ্লেষণ ,
নিক্তিতে তার উঠবে আমার পরাজয়ের সংশ্লেষণ .
প্রতিপ্রশ্নে আসবে উঠে " আমার জন্য কি করেছো ? "
অন্য বাবা এগিয়ে অনেক তুমি শুধুই হেরেছো .

বাবার মতো বলবো তখন , "যা ঠিক বুঝেছি করেছি।
সাধ্যমতো নিজ সামর্থ্যে স্বার্থ ছেড়ে তোকেই আমি গড়েছি।
বাবা হলেই বুঝবি বাবা , কি আছে বাবার রাগে ,
মুচকি হেঁসে বলবে দাদু , "দেখ কেমন লাগে"

--- অর্ক ভট্টাচার্য 

No comments:

Post a Comment