Sunday, January 12, 2020

আমি বিপক্ষ

Image result for opposition


আমি বিপক্ষ ,
শাসক যেন শোষণ না করে , দেখাই আমার লক্ষ্য।
আমি থাকি ,
আমি সর্বদা ওই শাসক শক্তি নিজের কবলে রাখি।
আমি সবাক ,
আমি শাসকের ফাক ফোঁকর খুঁজে করে রাখি তারে অবাক।
আমি থাকবো ,
আমি জনগণের বার্তা সদাই শাসক সমুখে রাখবো।
আমি অমর ,
যতকাল রবে গণতন্ত্র আমার থাকবে কঠিন কামড়।
ছিন্ন ভিন্ন পোষাক চিহ্ন বিভোর ভবে নগ্ন।
আমি থাকলে শান্ত , হবেই ক্ষান্ত অগ্রগামীর স্বপ্ন।
দমিয়ে রাখলে, বিস্ফোরণে , একদিন মাটি ফুঁড়ে ,
জ্বালিয়ে দেব , রাজনীতি সব , গড়বো নতুন করে।
ভালো দিনের ইচ্ছাতে , তাই , নিত্য নতুন ভোরে ,
জীবন কাটাই , বাঁধা দিয়ে যাই , বাঁচি নিন্দা করে।
মিষ্ট স্তাবক , মারবে চাবুক , হারলে যাবে ছেড়ে ,
অদ্যশাসক বন্ধুসম আসবে আমার ঘরে।
আমি বলবো ,
তারা শুনলে আগে এগোবে , আমি তাদের সাথেও চলবো।
আমি মুক্ত ,
পদে পদে আমি জানিয়ে যাবো কারা অন্তর্ভুক্ত।
আমার খুবই দরকার ,
আমার বিনা স্বৈরাচারী হবেই যেকোনো সরকার।
আমার সত্যি দরকার। .... এখন আমার সত্যি দরকার। ....... 

No comments:

Post a Comment